
শেখ চিকু,কলকাতা : নিম্নচাপের জেরে মঙ্গলবারও রাজ্য জুড়ে জারি বৃষ্টিপাত। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া নিম্নচাপের শক্তি হারাতে আরও কিছু সময় লাগবে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, নিম্নচাপের জেরে বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে হালকা থেকে মাঝারি ধরণের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে।বেশ কিছু জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিরও সম্ভাবনা থাকছে । দুই মেদিনীপুর,দুই ২৪ পরগণা,ঝাড়গ্রামে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। বুধবার মুর্শিদাবাদ,নদিয়া, বীরভূমে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।
উত্তরবঙ্গেও একইভাবে চলবে বৃষ্টিপাত। বৃহস্পতিবার পর্যন্ত দার্জিলিং,কালিংপং, জলপাইগুড়ি,আলিপুরদুয়ার, কোচবিহারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
আলীপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, শুক্রবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে ।অন্যদিকে উত্তরবঙ্গে পাহাড়ি এলাকা গুলিতে ভূমিধসের সম্ভাবনাও থাকছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।