
ওঙ্কার বাংলাঃ রাজভবনে দায়িত্বপ্রাপ্ত মহিলা অফিসার শান্তি দাস বসাকের স্বামী নিখোঁজ গত বৃহস্পতিবার থেকে। হাওড়ার পেনরো থানায় নিখোঁজ ডায়েরি করেছেন অফিসার শান্তি। কিন্তু অনুসন্ধান শুরু করেও খুঁজে না পাওয়ায়, স্বামীকে খুঁজতে সমাজমাধ্যমের সাহায্য চাইছেন তিনি। মানবাধিকার কমিশনের সাথেও যুক্ত ছিলেন শান্তি দাস বসাক। তাছাড়াও সুযোগ পেয়েছিলেন রাজ্যের গোয়েন্দা বিভাগ সিআইডিতেও। বর্তমানে কর্মরত রয়েছেন রাজভবনে। জানা গিয়েছে, তাঁর স্বামী দীপাঞ্জন বসাক যুক্ত রয়েছেন অভিনয় জগতের সঙ্গে। সমাজমাধ্যমে স্বামীর ছবি পোস্ট করে শান্তি লিখেছেন- “আমার স্বামী দীপাঞ্জন-কে খুঁজে পাওয়া যাচ্ছে না। পরিবারের সকলে খুব চিন্তায় আছেন। কারও কাছে ওঁর সম্পর্কে কোনও তথ্য থাকলে আমাদের জানাবেন”। শান্তি জানিয়েছেন, হাওড়ার দিকে যাচ্ছেন বলে ব্রহস্পতিবার বাড়ি থেকে বেরিয়েছিলেন তার স্বামী। তারপর আর রাতে বাড়ি ফেরেনা দীপাঞ্জন। শান্তি আরও জানিয়েছে, কিছুদিন ধরেই দীপাঞ্জনের সব কিছুতেই অনীহা ছিল। মন খারাপ করেছিল সবসময়। কোন কিছুতেই যেন সে শান্তি পাচ্ছিল না। দীপাঞ্জন ফিরলে তার কাউন্সিলিং করানোর ভাবনাচিন্তাও করেছেন শান্তি।