
কোয়েল বণিক, মানিকতলা : উপনির্বাচনের দিন এক বুথ থেকে আরেক বুথ ছুটে বেরাচ্ছেন মানিকতলা বিধানসভা কেন্দ্রের বাম প্রার্থী রাজীব মজুমদার. ওঙ্কার বাংলাকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে বাম প্রার্থী বলেন, ‘নির্বাচনের নামে প্রহসন হচ্ছে. বিভিন্ন বুথে আমাদের এজেন্টদের বের করে দেওয়া হচ্ছে. ওয়ার্ডে ওয়ার্ডে লুম্পেন বাহিনীরা ঘুরে বেরাচ্ছে. এত ভয় কেন শাসকদলের ?’