
অমিত দাস,কলকাতা: পঞ্চায়েত নির্বাচন নিয়ে আদালত অবমাননার মামলায় প্রধান বিচারপতির এজলাসে শুক্রবার উপস্থিত হন রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা।
তাঁর বিরুদ্ধে গত পঞ্চায়েত নির্বাচনে আদালত অবমাননার রুল জারি করে আদালত। অভিযোগের উত্তর দেওয়ার জন্য আগামী ১৫ ই ডিসেম্বর পর্যন্ত সময় পাবেন রাজীব সিনহা। হলফনামার মাধ্যমে উত্তর দিতে হবে তাকে। ৫ই জানুয়ারির মধ্যে পাল্টা হলফনামা দিতে পারবেন অন্যান্য সব পক্ষ। প্রসঙ্গত, পঞ্চায়েত নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী সম্পর্কিত আদালতের নির্দেশ কার্যকর করেননি রাজ্য নির্বাচন কমিশনার রাজিব সিনহা। এই অভিযোগেই মামলা দায়ের হয় তার বিরুদ্ধে। শুক্রবার রাজিব সিনহার মামলার শুনানি ছিল প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি উদয় কুমারের ডিভিশন বেঞ্চে।এদিন প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম জানিয়েছেন,আদালত প্রয়োজন মনে করলে আবারও ডেকে পাঠানো হতে পারে রাজীব সিনহাকে। ৮ ই জানুয়ারি এই মামলার পরবর্তী শুনানি।