
সোমনাথ মুখোপাধ্যায়ঃ রাজ্যসভায় বিজেপির প্রার্থী গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের প্রধান অনন্ত মহারাজ। বুধবার বিবৃতি জারি করে জানিয়ে দিল বিজেপি।
প্রসঙ্গত, মঙ্গলবার অনন্ত মহারাজের বাড়িতে গিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। সাক্ষাতের পর অনন্ত মহারাজ জানিয়েছিলেন, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী রাজ্যসভায় বিজেপির প্রার্থী হবার প্রস্তাব নিয়ে এসেছিলেন। তিনি আরও জানান আমি সম্মতি দিয়েছি।নিশীথ-অনন্তের সাক্ষাৎ-এর ২৪ ঘণ্টার মধ্যেই রাজ্যসভা প্রার্থী হিসাবে অনন্তের নাম ঘোষণা করে বিজেপি।
অনন্ত মহারাজ জানান, ‘‘আমি খুশি। যথাসময়ে মনোনয়নপত্র জমা দেব।’’ সূত্রের খবর, বুধবারই কলকাতার উদ্দেশে রওনা হয়েছেন তিনি। মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন বৃহস্পতিবার। অনন্ত মহারাজ বৃহস্পতিবার মনোনয়নপত্র জমা দেবেন বলে বিজেপি সূত্রে খবর।
রাজবংশী কোচ সমাজে গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের প্রধান অনন্ত মহারাজের প্রভাব যথেষ্ট । বাংলার ২৩টি বিধানসভা কেন্দ্র এবং প্রতিবেশী রাজ্য অসমের বেশ কয়েকটি বিধানসভার নির্ণায়ক শক্তি এই রাজবংশীরা। পাশাপাশি জলপাইগুড়ি এবং কোচবিহার লোকসভা কেন্দ্রে সিংহ ভাগ ভোটার রাজবংশীরাই। এছাড়া উত্তরবঙ্গের বাকি লোকসভা কেন্দ্রগুলিতে এই রাজবংশী সমাজের অল্প বিস্তার প্রভাব আছে। নিম্ন অসমের লোকসভা আসনগুলিতেও একটা বড় অংশের ভোটার রাজবংশী কোচ সম্প্রদায়ের মানুষেরা।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে অনন্ত মহারাজকে রাজ্যসভায় প্রার্থী করে মাষ্টার স্ট্রোক দিয়েছে বিজেপি। প্রসঙ্গত, আগস্ট মাসে এই রাজ্য থেকে রাজ্যসভার ছয়টি আসন খালি হবে। সেখানে ৫টিতে তৃণমূলের জয় নিশ্চিত। একটি আসনে জয় নিশ্চিত বিজেপিরও।