
শিল্পা নাথ, কলকাতাঃ গার্ডেনরিচে তৃণমূলনেতা তথা কলকাতা পুরসভার কাউন্সিলার রাম পেয়ারি রাম রবিবার প্রয়াত হন। পরিবার সূত্রে খবর, দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। শ্বাসকষ্টের সমস্যা ছিল, গত সোমবার সেই সমস্যা আরো বাড়ে। সেই অবস্থায় তাঁকে আলিপুরের এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। রবিবার সকাল ১১টা নাগাদ, ৮২ বছর বয়সে প্রয়াত হন তিনি।
কলকাতা পুরসভার সবচেয়ে বেশি সময়কালীন কাউন্সিলর ছিলেন রাম পেয়ারি রাম। তাঁর মৃত্যুর খবরে শোকের ছায়া কলকাতা পুরসভা থেকে গার্ডেনরি এলাকায়।
একটানা ১১ বারের কাউন্সিলার নির্বাচিত হন রাম পেয়ারি রাম। আগে ছিলেন কংগ্রেসে। কলকাতার কবিতীর্থ বিধানসভা আসন থেকে ১৯৭১ সালে কংগ্রেসের টিকিটে প্রথমবার ভোটে জিতে বিধায়ক হন তিনি। পরে বন্দর বিধানসভা কেন্দ্রের বিধায়ক ছিলেন। ২০১১ সাল পর্যন্ত ৬ বারের বিধায়ক ছিলেন তিনি। পরবর্তীকালে কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দেন রাম পেয়ারি রাম।