
নিলয় ভট্টাচার্য, রানাঘাট: গোয়েন্দা দীপকের গোয়েন্দাগিরির গল্প তো নিশ্চয়ই পড়েছেন সবাই। সেই গোয়েন্দা গল্পে গোয়েন্দা দীপকের সহকারী ছিলেন রতন। কিন্তু এবারে বাস্তবে মোড়টা একটু ঘুরে গেলো। রানাঘাটের ডাকাতি ঘটনায় এবার দুঃসাহসিক অভিযানের পরিচয় দিলেন রানাঘাট থানার এসআই রতন কুমার রায়।