
নিলয় ভট্টাচার্য, রানাঘাট দক্ষিণ: বুধবার রাজ্যের চার কেন্দ্রে রয়েছে উপনির্বাচন। এই কেন্দ্র গুলি হলো রানাঘাট দক্ষিণ, বাগদা, মানিকতলা এবং রায়গঞ্জ। সকাল সাতটা থেকে এই চার কেন্দ্রের প্রতিটি বুথেই শুরু হয়ে গিয়েছে ভোটগ্রহণ পর্ব। এই চার কেন্দ্রের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ একটি কেন্দ্র হল রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্র। সকাল থেকে মোটের উপর শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চললেও, নোকারি এলাকার ১৭২ নং বুথে তৃণমূলের কর্মী সহ সাধারণ ভোটারদের মারধরের অভিযোগ ওঠে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে। পাশাপাশি বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধেও ওঠে অভিযোগ।
অশান্তির খবর পেয়ে ঘটনাস্থলে যান তৃণমূল প্রার্থী মুকুটমনি অধিকারী। ঘটনাস্থলে এসে তিনি অভিযোগ করেন বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা, তৃণমূল কর্মীদের অহেতুক কারণে মারছে। এ বিষয়ে তিনি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে চান।
প্রসঙ্গত রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের তৃণমূল প্রার্থী মুকুটমনি অধিকারী, বিজেপি প্রার্থী মনোজ বিশ্বাস এবং বাম প্রার্থী অরিন্দম বিশ্বাস। এখানে লড়াই হবে ত্রিমুখী। ঝামেলা অশান্তিকে দিনের শেষে কত শতাংশ ভোট এই বিধানসভা কেন্দ্রে পড়ে তাই এখন দেখার বিষয়।