
নিলয় ভট্টাচার্য,নদীয়া : আদালতের তত্ত্বাবধানে তদন্ত করা হলে তবেই সঠিক বিচার পাওয়া যাবে, রাজ্য সরকারের তত্ত্বাবধানে ফলাফল শূন্য হবে। যাদবপুরের ছাত্র মৃত্যু কাণ্ডে অনেক তৃণমূল ঘনিষ্ঠদের আড়াল করার চেষ্টা চালানো হচ্ছে। নদীয়ার রানাঘাটে মৃত ছাত্রের পরিবারের সঙ্গে দেখা করতে এসে রাজ্যে শাসক দল কে নিশানা করে মন্তব্য বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন শুভেন্দু অধিকারীর সঙ্গে স্থানীয় সাংসদসহ একাধিক বিধায়করা আসেন। প্রায় আধা ঘন্টা ধরে স্বপ্নদীপের পরিবারের সঙ্গে কথা বলেন তিনি। আলাদা করে শুভেন্দু অধিকারী মৃত ছাত্রের ভাইয়ের সঙ্গে কথা বলেন এবং তার মায়ের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেন। এরপরই বাইরে বেরিয়ে এসে সাংবাদিকদের মুখোমুখি হোন তিনি। শুভেন্দু অধিকারী বলেন পরিবারকে সমবেদনা জানানোর ভাষা নেই। তার পরিবার আমার প্রতি যথেষ্ট আস্থা রেখেছেন। এরপরই তিনি তৃণমূলকে আক্রমণ করে বলেন, এই ঘটনার পিছনে অনেক তৃণমূল ঘনিষ্ঠ ছাত্ররা রয়েছেন। আর তাদের আড়াল করার চেষ্টা করছে রাজ্যের তৃণমূলের এক মন্ত্রী। পাশাপাশি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বেশ কিছু ছাত্রদের সঙ্গে মাওবাদী যোগের অভিযোগ করেন তিনি।