
নিলয় ভট্টাচার্য,নদীয়া:”খুন করা হয়েছে স্বপ্নদীপকে, একটি স্বপ্নের মৃত্যু হয়েছে, মাথা নিচু করে থাকতে হচ্ছে আমাদের” শুক্রবার নদীয়া রানাঘাটে স্বপ্নদ্বীপের পরিবারের সঙ্গে দেখা করে মন্তব্য সিপিআইএম নেতা সুজন চক্রবর্তীর।শুক্রবার সুজন চক্রবর্তী সহ আরো বেশ কয়েকজন সিপিআইএম নেতা স্বপ্নদ্বীপের পরিবারের সঙ্গে দেখা করতে আসেন। প্রায় আধা ঘন্টা কথা বলেন স্বপ্নদ্বীপের মা-বাবা এবং মামার সঙ্গে। এরপরই সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্য সরকার এবং প্রশাসনকে নিশানা করে সুজন বলেন স্বপ্নদ্বীপকে খুন করা হয়েছে। আমরা স্বপ্নদ্বীপের মৃত্যুর প্রতিবাদ জানাই এবং শাস্তি চাই। । তিনি আরো বলেন বিভিন্ন হোস্টেল গুলিকে র্যাগিং মুক্ত করতে হবে। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হোস্টেলে প্রাক্তনিরা গুন্ডাগিরি করে বেড়ায়। সেটা বন্ধ করতে হবে , আমরা চাই বিশ্ববিদ্যালয়ের হোস্টেল গুলিতে সিসিটিভি বসানো হোক।
উল্লেখ্য স্বপ্নদ্বীপের মৃত্যুর পর বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা তার পরিবারের সঙ্গে দেখা করতে এসেছিলেন। তৃণমূলের শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসু সহ পাঁচ প্রতিনিধিদল ইতিমধ্যেই পরিবারের সঙ্গে দেখা করে দোষীদের শাস্তির আশ্বাস দিয়ে গেছেন। তারপর শুক্রবার রানাঘাটে এলেন সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী।