
নিলয় ভট্টাচার্য,নদীয়া:
বুধবার যাদবপুরের পড়ুয়া স্বপ্নদীপের পরিবারের সঙ্গে কথা বলতে রানাঘাটে তার মামার বাড়িতে আসে তৃণমূলের পাঁচ সদস্যের প্রতিনিধি দল। প্রতিনিধি দলে ছিলেন, শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, সাংসদ কাকলি ঘোষ দস্তিদার, নারী ও শিশু কল্যাণ মন্ত্রী শশী পাঁজা, যুবনেত্রী সায়নী ঘোষ এবং মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। প্রায় ঘন্টাখানেক ধরে তারা স্বপ্নদীপের পরিবারের সঙ্গে কথা বলেন । তৃণমূলের প্রতিনিধি দল বাড়িতে প্রবেশ করতেই সামনে কান্নাই ভেঙে পড়ে গোটা পরিবার। এরপর বাইরে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন, পুরো পরিবারটাই কান্নায় ভেঙে পড়েছে। । আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে পরিবারের সঙ্গে কথা বলেছেন। আমরাও আশ্বস্ত করার চেষ্টা করলাম। যারা দোষী তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।
মন্ত্রী শশী পাঁজা এই ঘটনার তীব্র নিন্দা করেন ,এবং বলেন প্রকৃত অপরাধীদের শাস্তি দেওয়া হবে।
উল্লেখ্য স্বপ্নদীপ কাণ্ডে এখনো অবধি মোট ৯ জনকে গ্রেফতার করা হয়েছে।এদের জিঙ্গাসাবাদ করেই স্বপ্নদীপ কাণ্ডের সমাধান হবে বলে অনুমান পুলিশের
নিলয় ভট্টাচার্য,নদীয়া