
তাপস ঘোষ, ওঙ্কার বাংলা: এক নাবালিকাকে ধর্ষণ ও খুনের ঘটনায় দুই অভিযুক্তকে দোষী সাব্যস্ত করল জঙ্গিপুর মহকুমা আদালত। বৃহস্পতিবার জঙ্গিপুর মহকুমা আদালতের অতিরিক্ত দায়রা বিচারক অমিতাভ মুখোপাধ্যায় দুজন মূল অভিযুক্ত দীনবন্ধু হালদার ও শুভজিৎ হালদারকে গ্রেফতার করে। দুজনের বিরুদ্ধে ধর্ষণ, খুন, খুনের পর ধর্ষণ ও প্রমাণ লোপাটের চেষ্টার অভিযোগ প্রমাণ হয়েছে আদালতে। এই মামলায় শুক্রবার সাজা ঘোষণা করবেন বিচারক।
গত ১৩ অক্টোবর পুজোর সময় মামার বাড়ি বেড়াতে এসেছিল নবছরের নাবালিকা। দাদুর বাড়ির সামনে খেলা করার সময় হঠাৎই নিখোঁজ হয়ে যায় সে। প্রায় তিন ঘন্টা বাদে প্রতিবেশী মাছ ব্যবসায়ী দীনবন্ধু হালদারের বাড়ি থেকে উদ্ধার হয় তাঁর বস্তাবন্দী মৃতদেহ। তাকে তুলে নিয়ে গিয়ে গনধর্ষণ করে খুন করা হয় বলে অভিযোগ। সেদিনই মুল অভিযুক্ত দীনবন্ধুকে গনধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দেয় স্থানীয়রা। তাকে জিজ্ঞাসাবাদ করে পরবর্তীতে আরও এক অভিযুক্ত শুভজিত হালদারকে গ্রেফতার করেন তদন্তকারীরা। নাবালিকাকে খুন ও তার উপর যৌন নির্যাতন চালাতে দীনবন্ধুকে শুভ সাহায্য করেছিল বলে অভিযোগ। এই খুনের মামলায় দুই অভিযুক্তের সর্বোচ্চ শাস্তির আবেদন জানিয়ে চার্জশিট পেশ করেছিল ফারাক্কা থানার পুলিশ। অবশেষে সাক্ষ্য গ্রহণ এবং সমস্ত শুনানি প্রক্রিয়া শেষ করে বৃহস্পতিবার দীনবন্ধু হালদার এবং শুভ হালদারকে দোষী সাব্যস্ত করা হয়।