
নিজস্ব প্রতিনিধি:প্রয়াত সংগীত শিল্পী উস্তাদ রশিদ খান। মৃত্যু কালে বয়স হয়েছিল ৫৫ বছর। ২০২২ সালে ভারত সরকার তাকে পদ্মভূষণে ভূষিত করেন। ২০০৬ সালে পদ্মশ্রী পেয়েছিলেন। বেশ কিছুদিন ধরে দক্ষিণ কলকাতার একটি বেসরকারী হাসপাতালে ভর্তি ছিলেন উস্তাদ রাশিদ খান। দীর্ঘদিন প্রস্টেটে কর্কট রোগে আক্রান্ত ছিলেন তিনি ।মস্কিকে রক্তক্ষরণ নিয়ে নভেম্বর মাসে হাসপাতালে ভর্তি হন। সোমবার রাতে অবস্থার অবনতি হয়। এদিন বিকালে ৩.৪৫ শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। খবর পেয়ে হাসপাতালে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি সমবেদনা জানান এই সংগীতশিল্পীর পরিবারকে। পাশাপাশি জানান, মঙ্গলবার পিস ওয়াল্ডে তাঁর নশ্বর দেহ রাখা থাকবে। বুধবার সাধারনের শ্রদ্ধা জন্য রবীন্দ্রসদনে শায়িত থাকবে দেহ। রাজ্য সরকারের পক্ষ থেকে গান স্যালুট জানানো হবে। এরপর সংগীত শিল্পীর মৃত দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে শেষকৃত্যের জন্য । তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ।
১৯৬৮ সালের ১জুলাই উত্তরপ্রদেশে জন্মগ্রহণ করেন তিনি। রশিদ খান ইনায়েত হুসেন খাঁ- র প্রৌপুত্র। রামপুর-সাসওয়ানের যে শাস্ত্রীয় সঙ্গীতের ঘরনা তাকে যথাযত ভাবে লালন করে গিয়েছেন পদ্মভূষণে ভুষিত এই শিল্পী। শুধু শাস্ত্রীয় সঙ্গীতই নয় বাংলা,হিন্দি ছায়াছবিতেও শোনা গেছে রশিদ খানের কন্ঠ। পন্ডিত ভীমসেন যোশী তাঁর সম্পর্কে বলেছিলেন ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত রাশিদ খানের কন্ঠে নিশ্চিত। তাঁর মৃত্যুতে শোকের ছায়া সঙ্গীত জগতে।