
উজ্জ্বল হোড়, জলপাইগুড়ি : আজ রথযাত্রা। রীতি অনুযায়ী পুরি ধামে ভাই জগন্নাথ, বলদেব বোন সুভদ্রাকে সঙ্গে নিয়ে সুসজ্জিত রথে চড়ে রওনা দেবেন মাসির বাড়ি উদ্দেশ্যে। পুরীর পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্তেও ধুমধাম করে পালিত হচ্ছে রথযাত্রার উৎসব। উত্তরবঙ্গে এই দুর্যোগ পরিস্থিতিতেও বৃষ্টিকে উপেক্ষা করে, রথযাত্রা উপলক্ষে জলপাইগুড়ি পুরাতন পুলিশ লাইন শ্রী শ্রী গৌড়ীয় মঠে রবিবার সকাল থেকেই ভক্তদের উপস্থিতি লক্ষ্য করা যায়। দীর্ঘক্ষণ চলে পূজা অর্চনা। সারাদিনব্যাপী নাম সংকীর্তন ভোগ প্রসাদ বিতরণের পাশাপাশি রবিবার বিকেলে জলপাইগুড়ি শ্রী শ্রী গৌড়ীয় মঠ থেকে এই সুসজ্জিত রথ জলপাইগুড়ি শহর পরিক্রমা করে যোগমায়া কালী বাড়ি মাসির বাড়িতে পৌছবে বলে জানান মঠেরই এক সদস্য।
জলপাইগুড়ি সবথেকে বড় এই রথ যাত্রায় ভক্তসমাগম আরও বাড়বে বলে দাবি মঠ কর্তৃপক্ষের।