
শেখ এরশাদ, কলকাতাঃ দুর্নীতি মামলায় শনিবার ধৃত শংকর আঢ্যকে ব্যাঙ্কশাল কোর্টে হাজির করানো হল। টানা ১৭ ঘণ্টা জেরার পর শুক্রবার রাতে র্যা শন দুর্নীতি মামলায় গ্রেফতার করা হয় প্রক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ঘনিষ্ঠ শংকর আঢ্যকে। রাতেই তাঁকে নিয়ে আসা হয় সিজিও কমপ্লেক্স। শনিবার মেডিকেল পরীক্ষার পর তাঁকে আদালতে হাজির হয়। আদালতের কাছে শংকরকে হেপাজতে নেওয়ার আবেদন জানায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁর প্রাক্তন পুরপ্রধান শংকর আঢ্যর, সন্দেহজনক লেনদেন এবং বক্তব্যে অসঙ্গতির কারণে তাঁকে গ্রেফতার করা হয়েছে বলে ইডি সূত্রে জানা গিয়েছে। পাশাপাশি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার, র্যা শন দুর্নীতির একাধিক গুরুত্বপূর্ণ নথি পাওয়া গিয়েছে শংকরের বাড়ি থেকে।