
নিজস্ব প্রতিনিধি : রেশন দুর্নীতির বিরুদ্ধে রবিবার একাধিক জায়গায় পথে নামলো সিপিআইএম। ১২৩ নম্বর ওয়ার্ডে রেশন দোকানের সামনে বিক্ষোভ দেখান সিপিআইএম নেতা কর্মীরা। পাশাপাশি বালিগঞ্জ এরিয়া কমিটির ডাকে বেনিয়াতলা বাজারেও একটি রেশন দোকানের সামনে বিক্ষোভ কর্মসূচি দেখান সিপিআইএম বালিগঞ্জ শাখার কর্মী সমর্থকরা। রেশনে বিপুল পরিমাণে দুর্নীতি হওয়ায় রবিবার বিভিন্ন জায়গার রেশন দোকানের সামনে বিক্ষোভ দেখান সিপিআইএম নেতা কর্মীরা।
প্রসঙ্গত, ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর বৃহস্পতিবার মধ্যরাতে রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে গ্রেফতার করে ইডি। রেশন দুর্নীতি মামলায় জ্যোতিপ্রিয় মল্লিককে গ্রেফতার করে ইডি। ৬ নভেম্বর পর্যন্ত ইডি হেফাজতে রয়েছেন প্রাক্তন খাদ্যমন্ত্রী।