
প্রতীতি ঘোষ, উত্তর ২৪ পরগনা : রেশন দুর্নীতির খোঁজে গাইঘাটায় জোড়া অভিযান ইডির. বুধবার সকাল থেকে গাইঘাটার দুটি এলাকায় তল্লাশি শুরু করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা. গাইঘাটা বাজার এলাকায় তপন কুমার দে নামে এক ডিস্ট্রিবিউটারের গোডাউন ও সারের দোকানে তল্লাশি চালান ইডি আধিকারিকরা. একইসঙ্গে তালতলা চিকোন পাড়া এলাকায় রেশন ডিলার জয়ন্ত মৃধার বাড়ি ও দোকানেও চলে তল্লাশি।
উল্লেখ্য, রেশন দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেপ্তার হওয়া প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ১০ বছর গাইঘাটার বিধায়ক ছিলেন. তার সঙ্গে জয়ন্ত ও তপনের সম্পর্ক ছিল বলে সূত্রের খবর. তাদের মধ্যে কোনও আর্থিক লেনদেন হয়েছিল কিনা, সেটাও ইডি কর্তারা খতিয়ে দেখছেন .
তবে, শুধু গাইঘাটাই নয়, রাজ্যজুড়ে একযোগে ১৪ জায়গায় হানা তদন্তকারীদের। বুধবার সকাল থেকেই চলছে তল্লাশি। রেশন দুর্নীতির টাকা বিভিন্ন সংস্থার মাধ্যমে পাচার হয়েছে, সেই টাকার হদিশ পেতেই এই তল্লাশি বলে বলে ইডি সূত্রে খবর। ইডির দাবি, এই দুর্নীতির তদন্তে এখনও পর্যন্ত সাড়ে তিনশোর বেশি ব্যাঙ্ক অ্যাকাউন্টের খোঁজ মিলেছে। যার মাধ্যমে কোটি কোটি টাকার লেনদেন হয়েছে। সেই টাকার হদিশ পেতেই ফের অ্যাকশন মোডে ইডি।