
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: জিটিএ-র শিক্ষক নিয়োগ মামলায় এবার এফআইআর করল রাজ্য সরকার। বুধবার রাজ্য স্কুল শিক্ষা দফতরের তরফে বিধাননগর উত্তর থানায় অভিযোগ দায়ের করা হয়। নিয়োগ মামলায় এই প্রথম রাজ্য সরকারের তরফে অভিযোগের ভিত্তিতে এফআইআর দায়ের করা হল। পুলিশ সূত্রে খবর, পার্থ ছাড়াও এফআইআরে নাম রয়েছে তৃণমূলের ছাত্র পরিষদের নেতা তৃণাঙ্কুর ভট্টাচার্য, জিটিএ নেতা বিনয় তামাং-সহ সাত জনের। জিটিএ-র অধীনে থাকা বিভিন্ন স্কুলে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ প্রকাশ্যে এসেছিল ২০২২ সালেই। অভিযোগ, জিটিএর প্রশাসনিক বোর্ডে থাকাকালীন বেনিয়মে প্রায় ৫০০ জনকে শিক্ষক নিয়োগ করেছেন তৎকালীন জিটিএ-র মুখ্য কার্যনির্বাহী আধিকারিক অনিত থাপা ও বিনয় তামাং।