
গোপাল শীল, দক্ষিণ ২৪ পরগনা : হকের চাকরির দাবিতে ১৫ বছর ধরে আন্দোলন চালিয়েছেন তাঁরা। বঞ্চনার অভিযোগে মাথা কামিয়ে প্রতিবাদ জানিয়েছেন. গত বেশকিছুদিন ধরে অনশন কর্মসূচি নিয়েছিলেন চাকরিপ্রার্থীরা। এবার অবশেষে এল আনন্দের খবর. দীর্ঘ আন্দোলনের পর নিয়োগ পেতে চলেছেন ২০০৯ এর বঞ্চিত ৩৬৪ চাকরিপ্রার্থীরা। শিক্ষা দপ্তরের সবুজ সংকেত পেয়ে ৩৬৪ জনের তালিকা প্রকাশ করার কথা জানালেন প্রাইমারি বোর্ডের দক্ষিণ ২৪ পরগনা শাখার চেয়ারম্যান অজিত কুমার নায়েক। তিনি বলেন, স্বচ্ছভাবেই এই প্যানেল তৈরি হয়েছে। পাশাপাশি যোগ্য চাকরিপ্রার্থীদের আন্দোলন প্রত্যাহার করতে অনুরোধ করেন তিনি।
যদিও চাকরিপ্রার্থীদের দাবি, তালিকা প্রকাশের পর পর্যালোচনা করবেন. তারপর তাঁরা এই আন্দোলন প্রত্যাহার করবেন।