
অরিন্দম হরি, টাকি : প্রার্থী তালিকায় তাঁর নাম ঘোষণা ছিল বিজেপির মাস্টারস্ট্রোক. তারপর থেকেই লাগাতার প্রচার চালাচ্ছেন সন্দেশখালির রেখা. আর প্রধানমন্ত্রীর সঙ্গে ফোনে কথা বলে যেন আরও শক্তি পেয়ে গেলেন. প্রায় প্রতিদিনই পথে নেমে প্রচার চালাচ্ছেন বসিরহাটের বিজেপি প্রার্থী. মঙ্গলবার টাকির প্রাচীন কুলেশ্বরী কালী মন্দিরে পুজো দিয়ে বসিরহাট দক্ষিণ বিধানসভার এলাকায় প্রচার শুরু করলেন রেখা পাত্র। পুজো দেওয়ার পর বাড়ি বাড়ি গিয়ে মানুষের সঙ্গে কথাও বলেন তিনি। এদিন রেখার প্রচারে মহিলাদের উপচে পড়া ভিড় লক্ষ করা গেল.
সাংবাদিকদের মুখোমুখি হয়ে রেখা জানান, ভোটে জিতলে টাকিতে থমকে থাকা কাজগুলো সম্পূর্ণ করবেন তিনি। তাঁর সংযোজন, ‘সন্দেশখালিতে দিনের পর দিন মা-বোনেরা অত্যাচারিত হয়েছে. সারা জীবন তাদের পাশে থাকব’.