
সুকান্ত চট্টোপাধ্যায়, সন্দেশখালি : উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহকুমার অন্তর্গত সন্দেশখালি আন্দোলনের অন্যতম মুখ রেখা পাত্র. বসিরহাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী মনোনীত হওয়ার পর এই প্রথম সন্দেশখালির মাটিতে পা রাখলেন ভূমিকন্যা রেখা। শঙ্খ বাজিয়ে, উলু দিয়ে মালা পরিয়ে তাঁকে স্বাগত জানান এলাকার বাসিন্দারা. পাশাপাশি রেখা পাত্রের সমর্থনে দেওয়াল লিখনও শুরু হয়ে গেছে সন্দেশখালিতে। মঙ্গলবার এলাকার একটি কালী মন্দিরে পূজা দিয়ে প্রচার শুরু করলেন রেখা. সাংবাদিকদের মুখোমুখি হয়ে রেখা বলেন, বসিরহাটের প্রার্থী মনোনীত হয়ে উচ্ছ্বসিত তিনি .
প্রসঙ্গত, মঙ্গলবার রেখাকে ফোন করে শুভেচ্ছা জানান খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি. পাশাপাশি তাঁকে শক্তিস্বরূপা বলেও আখ্যা দেন তিনি. এ বিষয় বিজেপি প্রার্থী বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলে আমি খুবই খুশি. শুধু আমি না, খুশি বসিরহাটের আপামর বাসিন্দারা
উল্লেখ্য, রাজ্যের গণ্ডি পেরিয়ে জাতীয় আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে সন্দেশখালির আন্দোলন। ঠিক সেই সময় লোকসভা নির্বাচনের দ্বিতীয় প্রার্থী তালিকায় রেখা পাত্রর নাম ঘোষণা বিজেপির সব থেকে বড় মাস্টারস্ট্রোক বলেই মনে করছে রাজনৈতিক মহল. তবে আসন্ন ভোটে কি বিজেপির ঝুলি ভরবে সন্দেশখালি তথা বসিরহাট? তা বলবে সময়. আপাতত জোরকদমে প্রচারে ব্যস্ত সন্দেশখালির রেখা