
প্রতীতি ঘোষ,ভাটপাড়া:দীর্ঘ টালবাহানার পর অবশেষে খুলছে ভাটপাড়া রিলায়েন্স জুটমিল। পুজোর মুখে কাজ ফিরে পেয়ে খুশি মিলের প্রায় পাঁচ হাজার শ্রমিক। খুশির হাওয়া শ্রমিক মহলে।প্রায় এক সপ্তাহ বন্ধ থাকার পর একেবারে পুজোর মুখে খুলতে চলেছে রিলায়েন্স জুটমিল।চলতি মাসের 17 সেপ্টেম্বর শ্রমিক মালিক অসন্তোষের জেরে আচমকা বন্ধ হয়ে যায় ভাটপাড়া রিলায়েন্স জুটমিল। এরপর ১৮ই সেপ্টেম্বর শ্রমিকদের ওপর চাহিদা অনুযায়ী উৎপাদন না করা ও দূর্ব্যবহারের অভিযোগ তুলে মিল কর্তৃপক্ষ টেম্পোরারি সাসপেনশন অফ ওয়ার্কের নোটিশ দিয়ে সম্পূর্ণ বন্ধ করে দেয় মিলটি। ফলে একেবারে পুজোর মুখে কর্মহীন হয়ে পড়ে এই মিলের প্রায় পাঁচ হাজার শ্রমিক। এক সপ্তাহ কেটে যাওয়ার পর সোমবার সন্ধ্যায় মিলের ভেতরে এই মিলের সাতটি শ্রমিক সংগঠন এবং মালিকপক্ষের এক বৈঠক হয়। সেই বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় যে আগামী ২৭ শে সেপ্টেম্বর থেকে খুলছে ভাটপাড়া রিলায়েন্স জুটমিল।সেই অনুযায়ী আজ মঙ্গলবার মিলের মেন্টেনেন্স এর কাজ শুরু হয়েছে । এবং আগামী কাল থেকে সম্পূর্ণরূপে এই মিল চালু হয়ে উৎপাদন শুরু হবে ।পুজোর মুখে ফের এই মিল চালু হওয়ায় খুশি ৫০০০ শ্রমিক ও তাদের পরিবার।