
প্রতীতি ঘোষ,ভাটপাড়া:অবশেষে টানা ৫ মাস পর খুলতে চলেছে ভাটপাড়া রিলায়েন্স জুট মিল। সোমবার সকাল থেকে শুরু হলো এই জুট মিল কাজ। শ্রমিক মালিক অসন্তোষের জেরে বন্ধ হয়ে গেছিল এই মিল টি। অতিরিক্ত কাজের চাপ দেওয়া হচ্ছিল বলে অভিযোগ করেছিলেন শ্রমিকরা। ।সেই চাপ না নিতে পেরে শ্রমিকরা তার প্রতিবাদ করায় গণ্ডগোল বাঁধে মালিকদের সাথে শ্রমিকদের। তার জেরে বন্ধ হয়ে যায় মিল টি। এরপর রাজ্য সরকার বন্ধ মিল খোলার জন্য উদ্যোগ নেয়। শুরু হয় ইউনিয়ন ও মিল কর্তৃপক্ষ মধ্যে দফায় দফায় বৈঠক। এরপর মিল খোলার সিদ্ধান্ত নেয় মিল কর্তৃপক্ষ। মিল খোলায় শ্রমিকদের পাশাপাশি খুশি আন্দোলন কারী ইউনিয়নের নেতা ও নেত্রী রাও।
মিল খোলায় সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় তৃনমূল নেতা অমিত গুপ্তাও।
মিল খোলার বিষয়টি শ্রমিকদের নোটিশের মাধ্যমে জানানো হয়েছে। সেই বিজ্ঞপ্তি অনুযায়ী সোমবার থেকে শুরু হলো মিলের যন্ত্র পাতি রক্ষণাবেক্ষণের কাজ।