
সঞ্জয় রায় চৌধুরীঃ শেষ হয়েও শেষ হচ্ছে না পঞ্চায়েত ভোট। ফের পুননির্বাচনের বিজ্ঞপ্তি বা নোটিফিকেশন জারি করল রাজ্য নির্বাচন কমিশন। বিরোধীদের অভিযোগ খতিয়ে দেখে হাওড়ার ১৫টি গ্রামপঞ্চায়েত বুথে এবং হাবরার ৪ টি বুথে ফের নির্বাচনের বিজ্ঞপ্তি ঘোষণা করল নির্বাচন কমিশন। ভোট হবে সিঙ্গুরের বেড়াবেড়ি ১৩ নম্বর বুথেও। তবে পুননির্বাচনের কথা ঘোষণা করলেও ভোটের দিনক্ষণ ঘোষণা করেনি রাজ্য নির্বাচন কমিশন। পুননির্বাচন হবে হাওড়ার সাঁকরাইলের মানিকপুর এবং সারেঙ্গার ১৫ টি গ্রাম পঞ্চায়েত বুথেও। এখানেই তৃণমূল বিধায়ক প্রিয়া পালের বিরুদ্ধে ব্যালট ছিনতাইয়ের অভিযোগ উঠেছিল। পুনরায় নির্বাচন হবে উত্তর ২৪ পরগনার হাবরা ব্লকের ভুরকুন্ডার ইনডালিয়া সিনিয়র মাদ্রাসার ৩টি বুথ এবং গুমার ১টি বুথে। অশোকনগরের একটি বুথে ব্যালট পেপার খেয়ে ফেলার অভিযোগ উঠেছিল তৃণমূলপ্রার্থী মহাদেব মাটির বিরুদ্ধে। সেই অভিযোগ ওঠারপরই তোলপার পড়ে যায় রাজ্যে। এদিন ভুরকুন্ডার সেই বুথেও পুননির্বাচনের নির্দেশ দিল কমিশন। সিঙ্গুরের বেড়াবেড়ি ১৩ নং বুথেও হবে আবার ভোট। প্রত্যেকটি কেন্দ্রেই জয়ী হয়েছিলেন তৃণমূল কংগ্রেস প্রার্থীরা। বিরোধীদের অভিযোগ খতিয়ে দেখে পুনরায় নির্বাচনের সিদ্ধান্ত নির্বাচন কমিশনের। তবে এখনও পুননির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেনি কমিশন।