
ওঙ্কার বাংলা অনলাইন ডেস্কঃ সোমবার ১০ জুলাই মুর্শিদাবাদের ৮ টি বিধানসভা কেন্দ্রের প্রায় ৩০ শতাংশ বুথে পুননির্বাচনের কথা ঘোষণা করল রাজ্য নির্বাচন কমিশন। ভোট হবে সাগরদিঘি, খড়গ্রাম, সামশেরগঞ্জ, হরিপাড়া. সুতি ১ নং ব্লক, রানিনগর ১ এবং ২ নম্বর ব্লক, ডোমকল সহ মুর্শিদাবাদের ১৭৫টি বুথে। এছাড়াও সোমবার ভোট হচ্ছে ডায়মন্ডহারবারের ১০টি বুথে। ফের ভোট হচ্ছে দক্ষিণ দিনাজপুরের ১৮, জলপাইগুড়ির ১৪, বীরভূমের ১৪, হাওড়ার ৮, পশ্চিম বর্ধমানের ৬টি, পূর্ব বর্ধমানের ৩, পূর্ব মেদিনীপুরের ৩১টি, বাঁকুড়ার ৮টি, হুগলির ২৯টি, মালদহের ১১২টি, নদিয়ার ৮৯টি সহ রাজ্যের ৬০০-রও বেশি বুথে। প্রসঙ্গত শনিবার পঞ্চায়েত ভোটে রণক্ষেত্রের চেহারা নেয় বাংলা। সব থেকে বেশি গোলমালের অভিযোগ আসে কোচবিহার, উত্তর দিনাজপুর, মুর্শিদাবাদ, দক্ষিণ ২৪ পরগনা থেকে। মুর্শিদাবাদেই পঞ্চায়েত ভোটের দিন মৃত্যু হয় ৫ জনের। কংগ্রেস, বিজেপি, সিপিএম, আইএসএফ সহ বিরোধী দলগুলি পুননির্বাচনের দাবি জানায়। রবিবার কমিশনের সদর দফতরের সামনে বিক্ষোভ দেখায় বিজেপিও। সব দিক থেকেই তীব্র নিন্দার মুখে পড়ে কিছুটা নজির বিহীন ভাবেই এদিন মুর্শিদাবাদের প্রায় ৩০ শতাংশ আসনে পুননির্বাচনের কথা ঘোষণা করল রাজ্য নির্বাচন কমিশন।