
ব্যুরো রিপোর্ট : দেশজুড়ে পালিত হচ্ছে ৭৫ তম সাধারণতন্ত্র দিবস। শুক্রবার সারা দেশের পাশাপাশি পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতেও সাধারণতন্ত্র দিবস উদযাপিত হল মহাসমারোহে। উত্তর থেকে দক্ষিণ, জেলায় জেলায় জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ, ট্যাবলো প্রদর্শনের মধ্য দিয়ে পালিত হল এই দিনটি।
জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে জলপাইগুড়িতে পালিত হল ৭৫তম সাধারণতন্ত্র দিবস। শুক্রবার জলপাইগুড়ি শহরের টাউন ক্লাব স্টেডিয়ামে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলাশাসক শামা পারভীন জাতীয় পতাকা উত্তোলন করেন।
জাতীয় পতাকা উত্তোলন করে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ স্টেডিয়ামে উদযাপিত হল ৭৫ তম প্রজাতন্ত্র দিবস। জেলাশাসক সুরিন্দর কুমার মীনা জেলার উন্নয়নের চিত্র জনসাধারণের কাছে তুলে ধরেন। বেশকিছু অনুষ্ঠানের আয়োজনও করেছিল রায়গঞ্জ শহরের বিভিন্ন সাংস্কৃতিক দলগুলো।
সারাদেশের পাশাপাশি দক্ষিণ দিনাজপুর জেলাতেও মহাসমারহে পালিত হল ৭৫তম প্রজাতন্ত্র দিবস। কুচকাওয়াজের মধ্যে দিয়ে দেশমাতৃকার প্রতি শ্রদ্ধা জানানো হয় জেলা প্রশাসনের পক্ষ থেকে। পাশাপাশি জেলার বিভিন্ন সরকারি দপ্তর এবং বেসরকারি সংস্থার পক্ষ থেকে বর্ণাঢ্য ট্যাবল আয়োজন করা হয়.
ভারতের ৭৫তম স্বাধারণতন্ত্র দিবস উপলক্ষে মালদা জেলা প্রশাসনের উদ্যোগে বর্ণময় জাতীয় পতাকা উত্তোলন ও কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। কুচকাওয়াজ শেষে জেলাবাসীর উদ্দেশ্যে বার্তা দেন জেলাশাসক নীতিন সিংহানিয়ার। এই প্যারাডে অংশ নেন সীমান্ত রক্ষী বাহিনী, জেলা পুলিশ, সিভিল ডিফেন্স, স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীরা।
স্বাধীনতার প্রথম যুদ্ধ সিপাহী বিদ্রোহ শুরু হয়েছিল উত্তর ২৪ পরগনার ব্যারাকপুর থেকে। ব্যারাকপুর লাটবাগানে ৭৫ তম স্বাধারণতন্ত্র দিবস পালন হলো যথাযথ মর্যাদার সাথে। জাতীয় পতাকা উত্তোলন করলেন বারাকপুরের মহকুমা শাসক সৌরভ বারিক।
স্বাধারণতন্ত্র দিবস উৎসাহ উদ্দীপনার সাথে পালিত হলো দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুর রাস ময়দানে। টেবলো প্রদর্শনের পাশাপাশি বিভিন্ন স্কুলের ছাত্র ছাত্রীরা কুচকাওয়াজে অংশ নেয়।
মহাসমারোহে ৭৫ তম স্বাধারণতন্ত্র দিবস পালন করল পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন। জাতীয় পতাকা উত্তোলন করলেন পূর্ব মেদিনীপুরের জেলাশাসক তানবীর আফজল।জাতীয় পতাকা উত্তোলন, স্কুল-কলেজে ছাত্রছাত্রীদের প্যারেড, কুচকাওয়াজ, সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটিকে পালন করা হয়।
পূর্ব বর্ধমান জেলার পুলিশ লাইনে পালিত হল ৭৫ তম সাধারণতন্ত্র দিবস। পতাকা উত্তোলন করেন জেলাশাসক পুষ্পেন্দু জানা। কুচকাওয়াজ, ট্যাবলো প্রদর্শন সহ নানা অনুষ্ঠানের মাধ্যমে উদযাপন করা হয় সাধারণতন্ত্র দিবসে
দুর্গাপুরের চতুরঙ্গ মাঠে দুর্গাপুর মহকুমা প্রশাসনের উদ্যোগে ৭৫ তম সাধারণতন্ত্র দিবস উদযাপন করা হয়। পতাকা উত্তোলন করে কুচকাওয়াজের সূচনা করেন মহকুমাশাসক সৌরভ চট্টোপাধ্যায়। পাশাপাশি আসানসোল তৃণমূল কংগ্রেসের জেলা কার্যালয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনটি পালন করা হয়। উপস্থিত ছিলেন মন্ত্রী মলয় ঘটক ও জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী সহ স্থানীয় তৃণমূল নেতৃত্ব।
সাড়ম্বরে ৭৫ তম সাধারণতন্ত্র দিবস উদযাপিত হল নদীয়ার কৃষ্ণনগর দ্বিজেন্দ্রলাল রায় স্টেডিয়ামে। এদিন জাতীয় পতাকা উত্তোলন করেন নদীয়া জেলা শাসক কে অরুন প্রসাদ। জেলা প্রশাসনের তরফ থেকে রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের ট্যাবলো প্রদর্শন করা হয়।