
নিজস্ব প্রতিনিধি, ওঙ্কার বাংলা: এবার বইমেলায় নিরাপত্তার বাড়াবাড়ি করেও আটকানো গেল না অনভিপ্রেত পরিস্থিতি। শুক্রবার আচমকাই বইমেলার মাঠে আওয়াজ উঠল “উই ওয়ান্ট জাস্টিস”। এই শ্লোগান আওড়ে বেশ কয়েকজনের মিছিল পরিক্রমা দেখে নড়েচড়ে ওঠে কর্তব্যরত পুলিশ ও নিরাপত্তারক্ষীরা। মিছিলকারীদের হাতে ছিল আরজি কর কাণ্ডের বিচার চেয়ে পোস্টার, কারুর মাথায় ছিল প্রতিবাদের ফেট্টি।
ঘটনাটি যে বইমেলা কর্তৃপক্ষ ও প্রশাসনের কাছে অস্বস্তিকর তা বলাইবাহুল্য। এবারের বইমেলা শুরুর আগে থেকে মেলাকে নিয়ে বিতর্ক দানা বেঁধেছে। স্টল না পেয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছে হিন্দু পরিষদ। মানবাধিকার সংগঠন এপিডিআরকে স্টল না দেওয়ায়ও জল গড়িয়েছে কলকাতা হাইকোর্ট পর্যন্ত। বইমেলায় গণতান্ত্রিক পরিসর ধ্বংস করা হচ্ছে বলে বুক সেলার্স এবং পাবলিশার্স গিল্ডের বিরুদ্ধে অভিযোগ তুলেছে নাগরিক সমাজ। পাশাপাশি, প্রতিবাদ জানিয়ে কলকাতার রাস্তায় মিছিলও করেছে মানবাধিকার সংগঠনটি। তাই প্রথম থেকেই এ ধরণের অনভিপ্রেত পরিস্থিতি রুখতে উঠে পড়ে লেগেছিল পুলিশ প্রশাসন, বইমেলা কর্তৃপক্ষও বিষয়টি নিয়ে সজাগ ছিল। যে কারণে এবার বইমেলায় বেশকিছু পদক্ষেপ করে গিল্ড। যার জেরে বাদ পড়ে মুক্ত মঞ্চ। এদিন ছিল বইমেলার চতুর্থদিন। এরমধ্যে ধীরে ধীরে জমে উঠছে কলকাতা বইমেলা। প্রায় সবকটি স্টল পুরোপুরি সেজে উঠেছে। বইপ্রেমীদের সমাগম নিয়ে আশাবাদী পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ড। গত ২৮ জানুয়ারি, মঙ্গলবার ৪৮ তম কলকাতা আন্তর্জাতিক বইমেলার উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।