
ওঙ্কার বাংলা ডেস্ক: আরজি কর কাণ্ডে ন্যায় বিচার চেয়ে ধর্মতলায় অবস্থান চালাচ্ছে জুনিয়র চিকিৎসকরা। যতদিন না সুবিচার মিলছে ততদিন অবস্থান চালাতে চেয়ে ইতিমধ্যে কলকাতার নগরপালকে আবেদন জানিয়েছেন তাঁরা। কিন্তু কলকাতা পুলিশের তরফে ডাক্তারদের দাবি নাকচ করে দেওয়া হয়েছে। পুলিশের তরফে জানিয়ে দেওয়া হয়, হাইকোর্টের নির্দেশ মতো বৃহস্পতিবার পর্যন্ত কর্মসূচি পালন করে ডোরিনা ক্রসিং ফাঁকা করে দিতে হবে। এই আবহে বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যাওয়ার জন্য ফের কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হল ‘ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট প্ল্যাটফর্ম অব ডক্টর্স’ ও ‘অভয়া মঞ্চ’।
আন্দোলনকারীদের তরফে জানানো হয়েছে, বৃহস্পতিবার হাইকোর্টে তাঁদের আবেদনের শুনানি হতে পারে। শুধু আদালতের দ্বারস্থ হওয়া নয় এদিন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই এর আধিকারিকদের সঙ্গে তাঁরা দেখা করবেন বলে জানিয়েছেন জুনিয়র চিকিৎসকরা। আরজি কর কাণ্ডে নিহত তরুণী চিকিৎসকের খুন ও ধর্ষণের বিষয়ে দ্রুত সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দেওয়া, সন্দীপ ঘোষের বিরুদ্ধে চার্জশিট জমা দেওয়ার ক্ষেত্রে দ্রুত রাজ্যের সম্মতি দান বিষয়ে রাজ্যের মুখ্যসচিবকে চিঠি পাঠিয়ে কথা বলার জন্য সময় চাওয়া হয়েছে। শুধু তাই নয়, ধর্মতলার ডোরিনা ক্রসিংয়ের নাম বদলের প্রস্তাব দিয়েছেন ‘ওয়েস্ট বেঙ্গল ডক্টর্স ফোরাম’। সংস্থার তরফে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে চিঠি পাঠিয়ে এই রাস্তার নাম ‘অভয়া ক্রসিং’ করার দাবি ও জানানো হয়েছে।