
কোয়েল বণিক, কলকাতা : চিকিৎসকদের বিক্ষোভে উত্তাল আর জি কর হাসপাতাল. অন্যদিকে, বিক্ষোভে ফেটে পড়েচেন ন্যাশনাল মেডিক্যাল কলেজের চিকিৎকেরা. আর জি কর থেকে পদত্যাগ করার ৪ ঘণ্টার মধ্যে ন্যাশনাল মেডিক্যালে বদলি করা হয় সন্দীপ ঘোষকে. তারপর থেকেই ক্ষোভের আগুন যেন আরও জোরদার হয়. প্রশ্ন উঠছে, সরকারি পদ থেকে পদত্যাগ করার পরে কেন তাকে অন্যত্র পুনর্বহান করা হলো সন্দীপ ঘোষকে? নেপথ্যে কোনও প্রভাবশালী-যোগ ? এই সব প্রশ্নই ঘুরপাক খাচ্ছে বিভিন্ন মহলে.
এদিন ন্যাশনাল মেডিক্যাল কলেজে হাসপাতালের জরুরি বিভাগের সামনে no security no work পোস্টার নিয়ে বিক্ষোভ দেখান ডাক্তাররা. অধ্যক্ষের ঘরে ঢোকার মূল গেটে লাগানো হয়েছে তালা। এরপর ঘটনাস্থলে রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান স্বর্ণকমল সাহা পৌঁছলে তাকে ঘিরেও ‘গো ব্যাক’ স্লোগান দেয় ছাত্ররা.
এই বিক্ষোভ-কর্মবিরতির জেরে ব্যাহত হচ্ছে স্বাস্থ্য পরিষেবা। চূড়ান্ত ভোগান্তির শিকার রোগীরা।