
ইন্দ্রানী চক্রবর্তী : ধর্মতলার মঞ্চে অনশনকারী জুনিয়র ডাক্তার অনিকেত মাহাতোকে বৃহস্পতিবার রাতেই হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আগে থেকেই উচ্চ রক্তচাপজনিত সমস্যা থাকার কারণে অনশনকালীন শারীরিক অবস্থার দ্রুত অবনতি হয় বলে জানিয়েছেন অনশনকারীদের ডাক্তাররা। আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা জানিয়েছিলেন অবস্থা প্রাণঘাতী হওয়ার আগেই তাকে হাসপাতালে নিয়ে যাওয়া গেছে। ঐদিন গভীর রাতে আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয় তাঁকে, চালানো হয় আইভি ফ্লুইড।
শুক্রবার সকালে হাসপাতালের বেডে উঠে বসেছেন অনিকেত। শুক্রবার ভোর পর্যন্ত তাঁর শারীরিক অবস্থা আশঙ্কাজনক থাকায় এই খবর আপাত স্বস্তির পরিবেশ তৈরি করেছে আন্দোলনকারীদের মধ্যে। যদিও মেডিকেল বোর্ড বলছে আশঙ্কা থেকে বেরোলেও এখনও স্থিতিশীল নয় অনিকেতের শরীর। সিসিইউয়ের ইনচার্জ চিকিৎসক সোমা মুখোপাধ্যায় জানান, সহ ওই মেডিকেল বোর্ডে রয়েছেন নেফ্রোলজি বিভাগের চিকিৎসক কানাইলাল কর্মকার, মেডিসিন বিভাগের সুদীপ্ত বন্দ্যোপাধ্যায়, হৃদরোগ বিশেষজ্ঞ বিশ্বদীপ মজুমদার এবং চিকিৎসক সুজয়কুমার রায়।
হাসপাতাল সূত্রে খবর, অনিকেতের স্বাস্থ্য নিয়ে শুক্রবারই আলোচনায় বসবে মেডিক্যাল বোর্ড। নিয়মমাফিক রক্তপরীক্ষা ছাড়াও আল্ট্রাসোনোগ্রাফি, ইকো কার্ডিয়োগ্রাফি, ইসিজি ইত্যাদি নানা পরীক্ষা করা হয়েছে। সে সবের রিপোর্ট খতিয়ে দেখে অনিকেতের চিকিৎসা নিয়ে পরবর্তী সিদ্ধান্ত নেবে বোর্ড। জানা গিয়েছে তাঁর শরীর চিকিৎসায় সাড়া দিলেও এখনো বেশ দুর্বল তিনি। কবে তিনি সুস্থ হয়ে ফিরবেন তা এখনই বলা যাচ্ছে না।
অনিকেতের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করে শুক্রবার সকালেই রাজ্যের মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছে চিকিৎসকদের সংগঠন ‘জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস’। ইমেইল মারফৎ মুখ্যমন্ত্রীকে চিঠি পাঠানো হয়েছে। এই ইমেইলে অচলাবস্থা কাটাতে মুখ্যমন্ত্রীকে অবিলম্বে বৈঠক করার অনুরোধ করেছেন তাঁরা।