
অমিত কুমার দাস, কলকাতা : আর জি কর ঘটনার মামলায় তীর্যক মন্তব্য প্রধান বিচারপতির. আদালতের প্রশ্ন, দেহ কি রাস্তায় পড়ে ছিল ? সুপার বা অধ্যক্ষ অভিযোগ করেননি কেন ? আর কিছু বলতে হবে না। ঝুলি থেকে বিড়াল বেরিয়ে পড়েছে, রাজ্যকে উদ্দেশ করে মন্তব্য প্রধান বিচারপতির। এটা একটা অমানবিক ঘটনা, মন্তব্য প্রধান বিচারপতির।
এদিকে, প্রধান বিচারপতির নির্দেশের পরেই কেস ডায়রি পেশ করল পুলিশ.
রাজ্যের বক্তব্য, পরিবারকে ৩ ঘণ্টা বসিয়ে রাখার অভিযোগ সঠিক নয়। পরিবারের তরফ থেকে দাবি করা হয় যে একজন জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেটের উপস্থিতিতে সুরতেহাল (inquest) করতে হবে। ৩:৫৫ র সময় পরিবারের এই আবেদনপত্র আমাদের হাতে আসে। তারপর আমরা শিয়ালদহ আদালতের আবেদন জানাই। ৪:২০ নাগাদ সুরতেহাল করা হয়, এবং এই প্রক্রিয়া সম্পন্ন হলে পরিবারকে দিয়ে স্বাক্ষর করানো হয়। একজন ফরেনসিক বিশেষজ্ঞকে দিয়েও স্বাক্ষর করানো হয়। সুরতেহাল করার সময় ভিডিওগ্রাফি করা হয়েছে। ৫:৩০ টার সময় দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। ময়নাতদন্তের পর দেহ পরিবারকে হস্তান্তর করা হয়। ঘটনায় এপর্যন্ত ২৭ জনের বয়ান রেকর্ড করা হয়েছে। পুলিশের পদক্ষেপে পরিবার খুশি ছিল, সওয়াল রাজ্যের। ‘খুশি’ উপযুক্ত শব্দ নয়, সন্তোষজনক হতে পারে, মন্তব্য প্রধান বিচারপতির.
দুপুর ২:৪৫ থেকে ৩ টার মধ্যে অন্তর্বর্তী নির্দেশ দেওয়া হবে বলে জানিয়েছে আদালত.