
সঞ্জয় রায়চৌধুরী, কলকাতা : আর জি করকাণ্ডে বিক্ষোভ-প্রতিবাদে উত্তাল কলকাতা সহ বিভিন্ন জেলা. এই ঘটনার আঁচ গিয়ে পড়েছে গোটা দেশে. এবার এই ঘটনায় পথে নামলো নাগরিক সমাজ. ‘আর জি কর, তোমার, আমার সবার লজ্জা’. এই ব্যানার নিয়ে পদযাত্রায় পা মেলান অপর্ণা সেন, মীরাতুন নাহার, সুজাত ভদ্র. ‘RG কর মেডিক্যালের ঘটনা নিয়ে আমি লজ্জিত। রাজ্য সরকার যুদ্ধকালীন তৎপরতায় ব্যবস্থা নিক’, বললেন অপর্ণা সেন।
প্রসঙ্গত, আর জি কর হাসপাতালে মহিলা চিকিৎসককে খুন ও ধর্ষণের ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ কলকাতা হাইকোর্টের. পুলিশ – হাসপাতালের ভূমিকায় অসন্তুষ্ট হাইকোর্ট. কলকাতা পুলিশের কেস ডায়রিতে সন্তুষ্ট নয় আদালত. এখনি সিবিআই-কে কেস ডায়রি হস্তান্তরের নির্দেশ প্রধান বিচারপতির।