
নিজস্ব প্রতিবেদক : ১০ দফা দাবিতে অনড় থেকে ধর্মতলায় আমরণ অনশন চালিয়ে যাচ্ছেন সাত জুনিয়র ডাক্তার। সোমবার তাদের সাথে যুক্ত হন উত্তরবঙ্গ মেডিকেলের আরও দুজন জুনিয়র ডাক্তার। ইতিমধ্যেই অনশনরত ডাক্তারদের শারীরিক অবস্থার অবনতি হচ্ছে বলে জানা গিয়েছে। এরই মধ্যে নাটকীয় মোড় নিল আন্দোলন। জুনিয়র ডাক্তারদের সমর্থনে গণ ইস্তফা দিলেন আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালের সিনিয়র ডাক্তাররা। ৫০ জন সিনিয়র ডাক্তার ইস্তফা দিয়েছেন বলে জানা গিয়েছে।
গত ৪৮ ঘন্টারও বেশি সময় ধরে দুর্যোগ আর প্রশাসনিক অসহযোগিতা মাথায় করে অনশন করছেন ডাক্তাররা। এখনও সাড়া দেয়নি রাজ্য সরকার। তার জেরেই আরজিকরের সিনিয়র ডাক্তাররা এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গিয়েছে।
সিনিয়র ডাক্তারদের এই গণ ইস্তফায় পুজোর মধ্যে বিঘ্নিত হতে পারে চিকিৎসা ব্যবস্থা। সেটা মাথায় রেখে সরকারের উপর চাপ সৃষ্টি করতেই এই সিদ্ধান্ত নেন ডাক্তাররা। অনশনকারীদের দাবি দ্রুততার সাথে মেনে নেওয়ার দাবিতেই এই পদত্যাগ বলে জানা গিয়েছে।
প্রসঙ্গত, সোমবার রাজ্যের মুখ্যসচিব জুনিয়র ডাক্তারদের অনশন তুলে নেওয়ার অনুরোধ করে জানান যে আগামী ১০ অক্টোবরের মধ্যে ৯০ শতাংশ কাজ শেষ হয়ে যাবে। ১৫ই অক্টোবর হাসপাতালে রেফারেল সিস্টেমের পাইলট প্রোজেক্টও শুরু হবে। ১লা নভেম্বর থেকে গোটা রাজ্যেই এই সিস্টেম চালু করার কথা জানিয়েছিলেন মুখ্যসচিব মনোজ পন্থ।
সিনিয়র ডাক্তারদের বক্তব্য, রাজ্যের হাসপাতালের উন্নয়নমূলক দাবি নিয়ে সরকার কথা বললেও বাকী দাবিগুলো নিয়ে টু শব্দ করেনি সরকার পক্ষ। অনশনরত জুনিয়র ডাক্তারদের বাকী দাবি নিয়েও যাতে সরকার কথা বলে এবং দ্রুততার সাথে তা বাস্তবায়িত করে তার দাবিতেই এই গণ ইস্তফার মাধ্যমে সরকারের উপর চাপ বজায় রাখছেন তাঁরা।