
অর্ণব ঘোষ, কলকাতা : ডেডলাইন শেষ. কিন্তু, দাবি পূরণ হয়নি. আমরণ অনশনে অনড় জুনিয়র চিকিৎসকেরা. আপাতত ৬ জন জুনিয়র ডাক্তার আমরণ অনশন করছেন. এবার জুনিয়রদের পাশাপাশি আমরণ অনশনে বসতে পারেন সিনিয়র ডাক্তাররাও, এমনটাই খবর সূত্রের.
জুনিয়র ডাক্তার আবীর তালুকদারের কথায়, তাঁদের অবস্থানকে ক্ষতিগ্রস্ত করতে পুলিশ যা যা পদক্ষেপ করছে, তা নজিরবিহীন. তবে, এতকিছুর পরেও তাঁদের মনোবল অটুট.
উল্লেখ্য, ৫৯ দিন পার. আর জি করকাণ্ডে আজও অধরা বহু প্রশ্নের উত্তর. কী কারণে এমন মর্মান্তিক পরিণতি চিকিৎসক পড়ুয়ার ? সঞ্জয় রায় ছাড়া আর কেউ বা কারা কি জড়িত রয়েছে এই নৃশংস ঘটনার পিছনে, এমন বহু প্রশ্ন ঘুরছে চিকিৎসক মহল সহ নাগরিক সমাজে. কবে বিচার পাবেন তিলোত্তমা, সিবিআই কি পারবে এই ঘটনার কিনারা করতে, সেটাই এখন দেখার.