
নিজস্ব প্রতিবেদক, কলকাতা : তিলোত্তমার সুবিচারের দাবিতে গান গেয়ে চরম বিপাকে বেলঘড়িয়া থানার ট্রাফিক হোমগার্ড কাশীনাথ পান্ডা। অভিযোগ একুশে আগস্ট একটি প্রতিবাদী গান গেয়ে সোশ্যাল মিডিয়া পোস্ট করায় বিপাকে পরেন তিনি। তাতেই অসন্তুষ্ট উপরতলার অফিসাররা।
তিলোত্তমার সুবিচারের দাবিতে পথে নেমেছেন সকল পেশার মানুষ। কিন্তু প্রতিবাদী গান গেয়ে চরম বিপাকে পড়লো ব্যারাকপুর পুলিশ কমিশনারেটরের কর্মরত ট্রাফিক হোমগার্ড কাশীনাথ পান্ডা।
অভিযোগ, একুশে আগস্ট একটি প্রতিবাদী গান গেয়ে সোশ্যাল মিডিয়া পোস্ট করায় অসন্তুষ্ট ওপরতলার অফিসাররা। তিলোত্তমার ঘটনায় যখন উত্তাল গোটা দেশ সেই আবহে প্রতিবাদী গান গাওয়াই চরম বিপাকে হোমগার্ড। কাশীনাথ পান্ডার অভিযোগ, গান পোস্ট করার পরেই লাগাতার নির্যাতনের মুখে পড়েছেন তিনি। হুমকির পাশাপাশি চলছে মানসিক নির্যাতন। এই কারণে ১০ ই অক্টোবর কারন ছাড়াই চাকরি থেকে বসিয়ে দেওয়া হয় তাকে। এই প্রসঙ্গে হাইকোর্টে দ্বারস্থ হন তিনি। তিনি জানান তার বাক স্বাধীনতার উপর হস্তক্ষেপ করা হচ্ছে।