
কোয়েল বণিক, কলকাতাঃ আরজিকর হাসপাতালের দ্বিতীয় বর্ষের পড়ুয়া চিকিৎসকে নৃশংসভাবে ধর্ষণ করে খুন করা হয়েছে। তার প্রতিবাদ চেয়ে বুধবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় দোষীদের ফাঁসির দাবি করেছেন। বুধবার মেয়ো রোডের তৃণমূল ছাত্র পরিষদের সভা মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী জানান, বিধানসভায় অধিবেশন ডেকে ধর্ষণবিরোধী বিল পাস করে রাজ্যপালের কাছে পাঠাবেন। কিন্তু বিষয়টি মানতে নারাজ মানবাধিকার সংগঠন APDR’র তরফ থেকে।
এক প্রেস বিবৃতিতে APDR এর থেকে জানানো হয়েছে, APDR নীতিগত ভাবেই মৃত্যুদন্ডের বিরোধী। নির্ভয়া কান্ডের পর ভার্মা কমিটিও ধর্ষণ ও হত্যার জন্য মৃত্যুদন্ডের দাবি মেনে নেয়নি। বলেছে, এটা মেনে নেওয়া মানে সমাজকে পশ্চাদমুখী করা। দেশের আইন কমিশনও সারা পৃথিবীর অভিজ্ঞতা সার সংকলন করে বলেছে, মৃত্যুদন্ড ধর্ষণ কমায় না। আমাদের দেশের অভিজ্ঞতাও বলছে, নির্ভয়া কান্ডে অপরাধী ঘোষিতদের ফাঁসি দেওয়া হলেও এদেশে ধর্ষণ কমেনি। বাংলায় ধনঞ্জয়ের ফাঁসিও ধর্ষণ কমাতে কোন সাহায্য করেনি। তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের ও অভিষেক বন্দোপাধ্যায়ের ফাঁসি দেওয়ার দাবী বা নতুন আইন আনার ঘোষণাকে উদ্দেশ্যমূলক বলে মনে করছি।