
ইন্দ্রানী চক্রবর্তী, কলকাতা : ধর্মতলা অনশন মঞ্চে ৭২ ঘন্টা পেরিয়েছে জুনিয়র ডাক্তারদের অনশন। এর মধ্যেই সিনিয়র ডাক্তারদের গণইস্তফার আঁচ কলকাতা থেকে ছড়িয়ে গেল জেলাগুলিতেও। বুধবার সকালে কলকাতা মেডিক্যাল কলেজ এবং উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে ইস্তফা দেন সিনিয়র ডাক্তাররা। মেদিনীপুর মেডিক্যাল কলেজেও ইস্তফার প্রস্তুতি চলছে বলে খবর।
মঙ্গলবার দুপুরে আরজিকর মেডিক্যাল কলেজে জুনিয়র ডাক্তারদের আন্দোলনের সমর্থনে ইস্তফা দিয়েছিলেন সিনিয়র ডাক্তাররা। মঙ্গলবারই কলকাতা মেডিক্যাল কলেজের সিনিয়র ডাক্তাররা হুঁশিয়ারি দিয়েছিলেন যে, ২৪ ঘণ্টার মধ্যে জুনিয়র ডাক্তারদের দাবি পূরণ না হলে তাঁরাও গণইস্তফা দেবেন। বুধবার আরজি করের রাস্তায় হাঁটলো কলকাতা মেডিক্যাল কলেজ। আজ গণ ইস্তফা দিলেন কলকাতা মেডিক্যাল কলেজের ৭০ জন সিনিয়র ডাক্তার। সংখ্যাটা আরও বাড়বে বলে জানিয়েছেন তাঁরা।
এদিকে জুনিয়র ডাক্তারদের আন্দোলনকে সমর্থন জানিয়ে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে অন্তত ৫০ জন সিনিয়র চিকিৎসক গণইস্তফা দিয়েছেন। ফলতঃ রাজ্যজুড়ে এই তালিকা ক্রমশ দীর্ঘ হচ্ছে। ডাক্তাররা জানিয়েছেন যে ইস্তফা দিলেও হাসপাতাল প্রাঙ্গণ ছাড়ছেন না তারা। সাধারণ মানুষের চিকিৎসার কথা মাথায় রেখেই তারা এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন। রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, লাগাতার গণইস্তফায় চাপ বাড়ছে রাজ্য প্রশাসনের উপর। যদিও প্রশাসন সূত্রে খবর একে গণইস্তফা বলে মনে করছে না রাজ্য সরকার।