
ওঙ্কার ডেস্কঃ নিম্ন আদালতের রায় চ্যালেঞ্জ করতে পারে না রাজ্য। সর্বোচ্চ শাস্তি চেয়ে মামলা করতে পারে তদন্তকারী সংস্থা সিবিআই। কিন্তু রাজ্যের ফাঁসি চাওয়ার কোন এক্তিয়ার নেই বলে জানাল বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ
আর জি কর ধর্ষণ ও খুনের মামলায় মূল অভিযুক্ত সঞ্জয় রায়কে যাবজ্জীবনের সাজা দিয়েছিল শিয়ালদা কোর্টের বিচারপতি অনির্বান দাস। তাঁর পরেই ক্ষোভে ফেটে পড়ে রাজনৈতিক মহল থেকে শুরু করে সাধারণ মানুষ। প্রতিবাদ করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও। তিনি জানিয়েছিলেন, প্রথম থেকেই তিনি ফাঁসির দাবি করেছেন। এবং তাঁর কথা মতই হাইকোর্টে ফাঁসির আবেদন করে রাজ্য সরকার। সিবিআই ও এই রায়কে চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন জানিয়েছিল। সেই আবেদন খারিজ করল বিচারপতি দেবাংশু বসাকের ডিবিশন বেঞ্চ। কোর্ট সাফ জানিয়ে দিল নিম্ন আদালতের রায়কে চ্যালেঞ্জ করার কোন এক্তিয়ার নেই রাজ্য সরকারের। তদন্তকারী সংস্থা হিসেবে সিবিআই আবেদন করতে পারে।