
তামসী রায় প্রধান, কলকাতাঃ ফের জুনিয়ার চিকিৎসকদের বৈঠকের জন্য ডাকলেন মুখ্যমন্ত্রী। সোমবার বিকেল পাঁচটায় কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাসভবনে এই বৈঠক ডাকা হয়েছে। মুখ্যসচিব মনোজ পন্থ জুনিয়ার চিকিৎসকদের ইতিমধ্যেই মেল করেছেন বৈঠকে আসার জন্য। তবে বৈঠকে জুনিয়র চিকিৎসকরা যোগ দেবেন কিনা, সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি। নিজেদের মধ্যে আলোচনার পর সিদ্ধান্ত জানাবেন আন্দোলনকারীরা।
জুনিয়ার চিকিৎসকদের মেল করে মুখ্যসচিব বলেছেন, ‘গত ৯ সেপ্টেম্বর সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল, ১০ সেপ্টেম্বর বিকাল ৫টা থেকে জুনিয়ার চিকিৎসকদের কাজে ফিরতে হবে। নাগরিক হিসাবে সুপ্রিম কোর্টের নির্দেশ পালন করা আমাদের কর্তব্য। তাই এটা আপনাদের সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠক করানোর জন্য আমাদের তরফে পঞ্চম এবং ‘শেষ চেষ্টা।’ খোলামনে আলোচনার জন্য কালীঘাটে মুখ্যমন্ত্রী বাড়িতে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। আমরা বিশ্বাস করি, সুচিন্তার জয় হবেই। আপনাদের আগের দিনের বক্তব্য অনুযায়ী, এই বৈঠকের কোনও ভিডিয়োগ্রাফি বা সরাসরি সম্প্রচার হবে না, কারণ বিষয়টি সর্বোচ্চ আদালতে বিচারাধীন। বৈঠকের পুঙ্খানুপুঙ্খ কার্যবিবরণীতে দু’পক্ষের সই থাকবে।’
মেলে আরও উল্লেখ করা হয়েছে ‘সোমবার বিকেল ৫টায় কালীঘাটে বৈঠকের আয়োজন করা হয়েছে। আগের দিন ডাক্তারদের যে প্রতিনিধিরা বৈঠকের জন্য কালীঘাটে এসেছিলেন, তাঁদেরই সোমবারও আসতে অনুরোধ করা হচ্ছে।’
উল্লেখ্য, গত ৯ আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের অভিযোগ ঘিরে সরব সারা দেশ। সুবিচারের দাবিতে সরব প্রায় সকলে। টানা ৩৭ দিন ধরে চলছে জুনিয়র চিকিৎসকদের আন্দোলন। গত ৭ দিন ধরে পাঁচ দফা দাবিতে স্বাস্থ্যভবনের সামনে ধরনায় বসেছেন তাঁরা। একাধিকবার তাঁদের বৈঠকে ডাকে রাজ্য সরকার। গত বৃহস্পতিবার নবান্নের সামনে গিয়েও বৈঠকে যোগ দেননি চিকিৎসকরা। কারণ, লাইভ সম্প্রচারে রাজ্যের আপত্তি থাকায় ভেস্তে যায় বৈঠক। এর পর গত শনিবার দুপুরে ধরনা মঞ্চে যান খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে দাঁড়িয়ে জুনিয়র চিকিৎসকদের কাজে ফেরার আহ্বান জানান তিনি। ওইদিনই সন্ধেয় নিজের কালীঘাটের বাসভবনে জুনিয়র চিকিৎসকদের বৈঠকেও ডাকা হয়। তবে লাইভ সম্প্রচারে রাজ্যের আপত্তি থাকায় সেদিনও বৈঠকে যোগ না দিয়ে ধরনা মঞ্চে ফিরে আসেন আন্দোলনকারীরা। সোমবার বিকেলে মুখ্যমন্ত্রী ও জুনিয়র চিকিৎসকদের বৈঠকের টেবিলে দেখা যায় কিনা, সেটাই এখন দেখার। প্রসঙ্গত, মুখ্যসচিব মনোজ পন্থ মেল করে জানিয়ে দিয়েছেন, বৈঠকের লাইভ স্ট্রিমিং করা যাবেনা।