
নিজস্ব প্রতিবেদক, কলকাতা: এবার আরজি করে পোস্ট গ্রাজুয়েট শূন্য পদে দুর্নীতির অভিযোগ নিয়ে মামলা দায়ের হাইকোর্টে।
এমবিবিএস বিহার থেকে পিজিটি হিসেবে আরজি করে ডাক পেয়ে কাউন্সিলিংয়ে এসে গ্রেপ্তার এক চিকিৎসক। তার সব নথি জাল বলে অভিযোগ করে কাউন্সিলিং থেকেই ফোন করা হয় টালা থানায়। পুলিশ এসে গ্রেপ্তার করে রাজীব রঞ্জন নামে ওই চিকিৎসককে। এমন কি তার হয়ে দরবার করতে যাওয়া এ রাজ্যেই এমবিবিএস পাস করা আরেক চিকিৎসককেও পুলিশ অভিযুক্ত হিসেবে গ্রেপ্তার করে। পরে আদালত সব নথি দেখে ভুয়ো বা জাল নয় বলে চিহ্নিত করে তাদের জামিন দেয়। পুলিশ ও আরজি করের বিরুদ্ধে ইচ্ছেকৃত ভাবে যোগ্য প্রার্থীকে মিথ্যে মামলায় ফাঁসিয়ে সেই পদ নিয়ে নয়ছয় অভিযোগ। বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের এজলাসে মামলার দ্রুত শুনানির আবেদন। আগামী সপ্তাহে ফের মেনশনের পরামর্শ।