
শেখ এরশাদ, কলকাতাঃ আরজি কর ঘটনায় কালো বেলুন উড়িয়ে প্রতিবাদ। বিশ্বকর্মা পুজোতে কলকাতা পুরসভার কর্মীদের কালো বেলুন উড়িয়ে প্রতিবাদ করতে দেখা গেলো। কালো বেলুন উড়িয়ে লাভ নেই দাবি ফিরাহাদ হাকিমের।
মঙ্গলবার বিশ্বকর্মা পুজো এবং সেই সঙ্গে আরজি কর ঘটনার ৩৮ তম দিন। প্রত্যেকে দিনের ন্যায় এদিন ও প্রতিবাদের ঝর সর্বত্র। কিন্ত পাশাপাশি একটি ছবি উঠে এলো। কলকাতা পুরসভার বামপন্থী ইঞ্জিনিয়ারদের সংগঠন কালো বেলুন উড়িয়ে প্রতিবাদ জানালেন নির্যাতিতার অভিযুক্ত দের বিরুদ্ধে। কলকাতা পৌর সংস্থা থেকে অভিনব পন্থায় প্রতিবাদে সরব হন তারা। তার আগে হাতে কালো বলুন নিয়ে মিছিলে হাঁটলেন তারা। সংগঠনের সাধারণ সম্পাদক মানস সিনহা নেতৃত্বে এদিন মিছিল শেষে মেয়র গেটের সামনে কালো বলুন কে নীল আকাশে উড়িয়ে আর জি করের ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সরব হন বামপন্থী ইঞ্জিনিয়ার দের সংগঠন।
এই প্রসঙ্গে মেয়র ফিরহাদ হাকিম বলেন, সরকারের প্রধান যখন কোনো কথা বলেন তখন সেটাই অর্ডার। এছাড়াও তিনি আরও বলেন জুনিয়র ডাক্তার দের এখনও যে আন্দোলোন সেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। মেয়রের দাবি কালো বেলুন উড়িয়ে লাভ নেই সিবিআই তদন্ত করছে।
রাজ্যজুড়ে যখন বিশ্বকর্মা পুজোয় মেতে উঠেছে রাজ্য। তখন হাতে কালো বলুন নিয়ে আর জি করের ঘটনায় প্রতিবাদ শুধুমাত্র কলকাতা পুরসভায় নয়। রাজ্যের অনেক কালো বলুন এবং কালো ঘুড়ি উড়িয়ে প্রতিবাদ করা হয়েছে।