
শেখ এরশাদ, কলকাতা : আর জি কর মেডিক্যাল কলেজে মহিলা চিকিৎসকের দেহ উদ্ধার. ইমার্জেন্সি বিল্ডিংয়ের চার তলা থেকে মহিলা চিকিৎসকের দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য হাসপাতাল চত্বরে.
জানা যায়, বৃহস্পতিবার অনকল ডিউটিতে ছিলেন ওই চিকিৎসক. শুক্রবার সকালে সেমিলার হল থেকে তাঁর দেহ উদ্ধার হয়. যদিও এই নিয়ে মুখ খুলতে চাননি হাসপাতাল কর্তৃপক্ষ. খবর পেয়ে ঘটনাস্থলে যান কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল. ঘটনাস্থলে পৌঁছেছে ফরেনসিক দল.
সূত্রের খবর, দ্বিতীয় বর্ষে ছাত্রী ছিলেন তিনি. বৃহস্পতিবারও তাঁর ডিউটি ছিল. তবে, তাঁর মৃত্যুর কারণ ঘিরে এখনও ধোঁয়াশা রয়েছে. পুলিশের তরফে জানানো হয়েছে, ময়নাতদন্তের পরেই জানা যাবে মৃত্যুর আসল কারণ.