
উজ্জ্বল হোড়, জলপাইগুড়িঃ নিরাপত্তা ব্যাবস্থা খতিয়ে দেখতে রাতের অন্ধকারে সাইকেল নিয়ে টহল জলপাইগুড়ির পুলিশ সুপারের, সাধুবাদ আম জনতার।
এক দিকে যখন আর জি কর কাণ্ডের জেরে রাজ্যের অন্যান্য জেলার সঙ্গে মাঝে মধ্যেই উত্তাল হয়ে উঠছে জলপাইগুড়ি শহর সেই সময় নাগরীক সুরক্ষার বিষয়টি নিয়ে অতিরিক্ত সতর্কতা নিলো জলপাইগুড়ি জেলা পুলিশ সুপার। শনিবার রাতের অন্ধকারে জেলা শহরের নাগরী দের সুরক্ষা খতিয়ে দেখতে সাইকেল চেপে ময়দানে নামেন খোদ জেলা পুলিশ সুপার উমেশ খানড্ডাভালে।
শনিবার গভীর রাত পর্যন্ত জলপাইগুড়ি শহরের গুরুত্বপূর্ণ স্থান সহ জলপাইগুড়ি মেডিক্যাল ও হাসপাতালে পৌছে যান পুলিশ সুপার।
রাতে হাসপাতালে থাকা রুগীর নিকট আত্মীয় স্বজনদের পাশাপাশি কর্তব্যরত চিকিৎসক, নার্স দের সঙ্গে কথা বলে নিরাপত্তার বিষয়টি সুনিশ্চিত করেন।
এদিকে রাতের অন্ধকারে খোদ পুলিশ সুপার পরির্দশন কে সাধুবাদ জানিয়েছে মেডিক্যাল কলেজ ও হাসপাতাল চত্বরে থাকা রুগীর আত্মীয়রা।