
নিজস্ব সংবাদদাতাঃ তিলত্তমাকে সুবিচার দিয়েছেন শ্রীশ্রী গণেশ। এমনই ছবি দেখা গেল হায়দরাবাদের একটি গণেশ পূজা মন্ডবে। ধর্ষককে ফাঁসি কাঠে তুলেছেন সয়ং গণেশ জি। আর্জিকরের ঘটনায় তোলপাড় সারা বিশ্ব। প্রতিবাদের বার্তা সকলের মুখে মুখে। আর সেই প্রতিবাদে সরব হয়েছে পুজো মন্ডপও। এমনই বার্তা দিচ্ছে তেলেঙ্গানার হায়দরাবাদের একটি গনেশ পুজো কমিটি।
মণ্ডপের থিমে ধরা পড়েছে একজন ডাক্তার যিনি চেয়ারে বসে রয়েছেন । তার পাশে দাঁড়িয়ে এক ব্যক্তি। যাকে ফাঁসি কাঠে তুলেছেন সয়ং শ্রীশ্রী গণেশ। পুজো কমিটির দাবি গণেশজি বিচার করে ধর্ষকে ফাঁসি কাঠে তুলেছেন। অর্থাৎ, মণ্ডপের এই থিমের বার্তা, দেশের ভবিষ্যতকে সঠিক করে গড়ে তুলতে হবে। ধর্ষককে শাস্তি পেতেই হবে। সাথে এর মূলে যারা তাদের খুঁজে বের করতেই হবে। নেট দুনিয়াতে ইতি মধ্যে ভাইরাল হয়েছে এই গণেশ মন্ডপের ভিডিও। শিল্পীর ভাবনাকে কুর্ণিশ জানিয়েছেন গোটা নেট দুনিয়া।
প্রসঙ্গত, কলকাতার আরজি কর হপাতালের মধ্যে এক তরুণী চিকিৎসকে ধর্ষণ ও খুনের প্রতিবাদে রাস্তায় নেমেছে সাধারণ মানুষ। গত এক মাস ধরে চলছে প্রতিবাদ। রাত দখল করেছে মেয়েরা। ভোর ও দখল করেছেন তারা। এবার সেই প্রতিবাদ দেখা গেলও হায়দরাবাদের একটি গনেশ পূজায়।