
নিজেস্ব প্রতিনিধি, কলকাতাঃ আরজি কর হাসপাতালে ডাক্তারি পড়ুয়া ছাত্রীকে ধর্ষণ করে খুনের ঘটনায় তোলপাড় গোটা দেশ। ইতিমধ্যেই সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাই কোর্ট। তা সত্ত্বেও আন্দোলন থেকে পিছু হঠেনি আন্দোলনকারীরা। প্রতিবাদ স্বরূপ স্বাধীনতা দিবসের প্রাক্কালে রাতের রাজপথের দখল নিতে চলছেন মহিলারা। বুধবার রাত ১১.৫৫ মিনিটে সারা রাজ্য জুড়েই রয়েছে মহিলাদের কর্মসূচী। যদিও বিষয়টি ভাল ভাবে নিচ্ছেনা শাসক তৃণমূল কংগ্রেস, স্পষ্ট করলেন তৃণমূল কংগ্রেস নেতা কুণাল ঘোষ। তার দাবি, রাত জমায়েতের নাটক দরকার নেই।
সিপিএমের ছাত্র–যুব–মহিলারা বিক্ষোভের ডাক দিয়েছেন ১৪ অগাস্ট রাতে মহিলাদের দখলে শহর। তাই সিপিএমকে আক্রমণ করে কুণাল ঘোষ তার ফেসবুক লিখেছেন, ‘সিপিএমের বিপ্লবীরা আগে বর্ণালী দত্ত, ডাঃ অনিতা দেওয়ান, তাপসী মালিক, ধানতলা, নন্দীগ্রামের হিসেব দিক। রোজ রাত আর ভোরে এই বাংলায় অসংখ্য মা, বোন যাতায়াত করেন। গ্রাম থেকে স্টেশন, রেল ধরে শহর। কতরকম কাজ। দেখুন। বুঝুন। রাত জমায়েতের নাটক দরকার নেই।’