
অরূপ পোদ্দার, শিলিগুড়িঃ আর জি কর ঘটনা নাড়া দিয়েছিল সমগ্র রাজ্যকে । প্রতিবাদে পথে নেমেছিলেন অসংখ্য মানুষ। এই মামলার তদন্ত রাজ্য থেকে সিবিআই এর কাছে যায়। কিন্তু ৯০ দিন পরেও সিবিআই এর পক্ষ থেকে চার্জশিট জমা না দিতে পারার জন্য জামিন দেওয়া হয় সন্দীপ ঘোষ ও অভিজিৎ মন্ডলকে। প্রতিবাদে ফের তীব্র আন্দোলন শুরু করেছেন চিকিৎসক সহ সাধারণ মানুষ ।
শিলিগুড়ি শহরেও এই ঘটনার প্রতিবাদে আন্দোলন সংগঠিত করা হয়েছে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে। তেমনি দুটি সংগঠন হল দ্য নাইট ইজ আওয়ারস ও সিটিজেন ফর জাস্টিস। দুটি সংগঠনের পক্ষ থেকেই আগামী ২০ শে ডিসেম্বর শিলিগুড়ির সিবিআই দপ্তর অভিযানের ডাক দেওয়া হয়েছে। শিলিগুড়ি বাঘাযতীন পার্ক থেকে মিছিল শুরু করে সিবিআই দপ্তর পর্যন্ত যাওয়া হবে বলে সংগঠনের পক্ষ থেকে জানান হয়েছে। তারা জানিয়েছেন সাধারণ মানুষ স্বাভাবিক জীবনে ফিরেছে তার মানে প্রতিবাদ বন্ধ হয়ে গেছে এমন নয়। আন্দোলন চলছে, চলবে।