
ইন্দ্রাণী চক্রবর্তী, কলকাতাঃ আরজি কর কাণ্ডের প্রতিবাদে ন্যায় বিচারের দাবীতে ধর্মতলায় মেট্রো চ্যানেলের সামনে অনশন মঞ্চে আজ ৪দিন ধরে অনশন করছেন জুনিয়র ডাক্তাররা। আমরণ অনশনে রয়েছে জুনিয়র ডাক্তারদের সাতজন প্রতিনিধি। ৮৪ ঘণ্টা অতিক্রান্ত হয়ে যাওয়ার পরও রাজ্য সরকার ও প্রশাসনের তরফ থেকে সেভাবে কোন সদর্থক বার্তা আসেনি। এরই মধ্যে হঠাৎ তাঁদের মেইল মারফত বৈঠক করার জন্য স্বাস্থ্য ভবনে ডেকে পাঠালেন রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ। মেইল অনুযায়ী আজ রাত ৭:৪৫ মিনিটে স্বাস্থ্য ভবনে আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের বৈঠকে আসার আহ্বান জানিয়েছেন মুখ্যসচিব। আন্দোলনকারীদের ৮-১০ জন প্রতিনিধিকে এই বৈঠকে ডেকে পাঠানো হয়েছে। এখনও পর্যন্ত এই বিষয়ে জুনিয়র ডাক্তারদের প্রতিক্রিয়া জানা যায়নি।