
সুকান্ত চট্টোপাধ্যায়, ব্যারাকপুর: সোমবার সুপ্রিম কোর্টে আরজিকোর কান্ডের শুনানির ঠিক আগের দিন রবিবার গোটা বিশ্বে প্রায় ১৩৭ টি দেশ থেকে প্রতিবাদ মিছিল বের হয় রাত্রিবেলা। পাশাপাশি রাত দখলের অভিযানে এবং আরজিকর কান্ডের প্রতিবাদে রাজ্যজুড়ে লক্ষাধিক মানুষ পথে নামেন। এই রাত দখল অভিযানকে ঘিরে একাধিক জায়গায় রবিবারই উত্তাল পরিস্থিতি সৃষ্টি হয়। উত্তাল হয়ে ওঠে নৈহাটি। নৈহাটি নরেন্দ্র বিদ্যানিকেতনের প্রাক্তনীরা যখন আর জি করের হাসপাতালের মৃত পড়ুয়ার দোষীদের শাস্তির দাবি যখন মিছিল করে নৈহাটি রামকৃষ্ণ মোড়ে ঢোকেন, ঠিক সেই সময় কিছু দুষ্কৃতি সেই মিছিলে আক্রমণ করে বলে অভিযোগ। এবার এই বিষয় মুখ খুললেন ব্যারাকপুরের প্রাক্তণ সাংসদ অর্জুন সিং। সাংবাদিকদের সম্মুখীন হয়ে তিনি সরাসরি কটাক্ষ করেন রাজ্য সরকারকে এবং ব্যারাকপুরের বর্তমান সাংসদকে।