
রাজমোহন ঝা, সল্টলেক : বুধবার সিজিও কমপ্লেক্সে হাজিরা দিলেন ঋতুপর্ণা সেনগুপ্ত। রেশন দুর্নীতি মামলায় তাকে তলব করে ইডি। এর আগে তাকে একাধিকবার তলব করে ইডি। সিনেমার কাজে ব্যবস্থ থাকার কারণে তলব এড়িয়ে যান অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। সম্প্রতি অযোগ্য নামে তার একটি সিনেমা রিলিজ হয়।এই সিনেমার প্রচারের কাজে ব্যবস্থ থাকার জন্য হাজিরা দিতে পারেন নি বলে জানা যাচ্ছে। বুধবার দুপুরে ইডি অফিসে আসেন ঋতুপর্ণা ।