
গোপাল শীল,দক্ষিণ চব্বিশ পরগনা:দক্ষিণ ২৪ পরগনার কুলপি ব্লকের বাবুরমহল গ্রাম পঞ্চায়েতে শশাঙ্ক হালদারের বাড়ি থেকে খগেন মান্নার বাড়ি পর্যন্ত কংক্রিটের ঢালাই রাস্তা করে দেওয়ার কথা ছিল তৃণমূল গ্রামপঞ্চায়েতের। এই রাস্তার জন্য বরাদ্দ করা হয়েছিল ৩ লক্ষ ৩৮ হাজার টাকা। এদিকে অডিট রিপোর্টে রাস্তা না করেই সেই টাকার খরচ দেখিয়েছে তৃণমূল পঞ্চায়েতের বোর্ড। যেমন মাটির রাস্তা তেমনি রয়েছে, রাস্তা তৈরির টাকা আত্মসাৎ করেছে গতবারের তৃণমূল পঞ্চায়েত এমনই অভিযোগ তুলছে এলাকার মানুষ। অবিলম্বে প্রশাসন যেন এই রাস্তা পুনর্নির্মাণ করে দোষীদের শাস্তি দেন, এমনি দাবি জানিয়েছেন এলাকার মানুষসহ বিরোধীরা।
অভিযোগ পাওয়া গেলে বি.ডি.ও-র কাছে কমপ্লেন করা হোক। তদন্ত হয়ে যা ব্যবস্থা নেওয়া হবে তাতে কারোর কোনো আপত্তি নেই বলে জানিয়েছেন স্থানীয় বিধায়ক যোগরঞ্জন হালদার।